র্যাংকিংয়ের পরিসংখ্যান বলছে এই মূহূর্তে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। কিন্তু, পরিসংখ্যান দিক থেকে বলছে এই মুহূর্তে এই দলটি বিশ্বের তৃতীয় সেরা। চলতি বছরে ১৫ টি ওয়ানডে খেলা বাংলাদেশের জয় ১০ টিতে। শতকরা হিসেবে জয় এসেছে ৬৬.৬৬ ভাগ ম্যাচে।
এখানে বাংলাদেশ থেকে এগিয়ে আছে মাত্র দুটি দল। তারা হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
১৩ ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ১১ টিতে। অর্থাৎ, ২০১৫ সালে এখন অবধি শতকরা ৯১.৬৬ শতাংশ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তারা জিতেছে ৭২ শতাংশ ম্যাচ; ২৬ টি ওয়ানডের মধ্যে তারা জিতেছে ১৮ টিতে।
এর পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
পূর্ণাঙ্গ তালিকা নিচে উল্লেখ করা হল
১. অস্ট্রেলিয়া (১৩ ম্যাচে ১১ জয়), জয়ের হার ৯১.৬৬ %
২. নিউজিল্যান্ড (২৬ ম্যাচে ১৮ জয়), জয়ের হার ৭২ %
৩. বাংলাদেশ (১৫ ম্যাচে ১০ টি জয়), জয়ের হার ৬৬.৬৬ %
৪. ভারত (১৮ ম্যাচে ১১ জয়), জয়ের হার ৬৪.৭০ %
৫. দক্ষিণ আফ্রিকা(১৬ ম্যাচে ১০ জয়), জয়ের হার ৬২.৫০ %
৬. পাকিস্তান(২০ ম্যাচে ১১ জয়), জয়ের হার ৫৫.৫৫ %
৭. আয়ারল্যান্ড (১১ ম্যাচে ৫ জয়), জয়ের হার ৪৭.৩৬ %
৮. শ্রীলংকা (১৯ ম্যাচে ৮ জয়), জয়ের হার ৪৪.৪৪ %
৯. ইংল্যান্ড (১৭ ম্যাচে ৭ জয়), জয়ের হার ৪৩.৭৫ %
১০. ওয়েস্ট ইন্ডিজ (১২ ম্যাচে ৪ জয়), জয়ের হার ৩৩.৩৩ %
সুত্র: অনলাইন
এখানে বাংলাদেশ থেকে এগিয়ে আছে মাত্র দুটি দল। তারা হল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
১৩ ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ১১ টিতে। অর্থাৎ, ২০১৫ সালে এখন অবধি শতকরা ৯১.৬৬ শতাংশ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তারা জিতেছে ৭২ শতাংশ ম্যাচ; ২৬ টি ওয়ানডের মধ্যে তারা জিতেছে ১৮ টিতে।
এর পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
পূর্ণাঙ্গ তালিকা নিচে উল্লেখ করা হল
১. অস্ট্রেলিয়া (১৩ ম্যাচে ১১ জয়), জয়ের হার ৯১.৬৬ %
২. নিউজিল্যান্ড (২৬ ম্যাচে ১৮ জয়), জয়ের হার ৭২ %
৩. বাংলাদেশ (১৫ ম্যাচে ১০ টি জয়), জয়ের হার ৬৬.৬৬ %
৪. ভারত (১৮ ম্যাচে ১১ জয়), জয়ের হার ৬৪.৭০ %
৫. দক্ষিণ আফ্রিকা(১৬ ম্যাচে ১০ জয়), জয়ের হার ৬২.৫০ %
৬. পাকিস্তান(২০ ম্যাচে ১১ জয়), জয়ের হার ৫৫.৫৫ %
৭. আয়ারল্যান্ড (১১ ম্যাচে ৫ জয়), জয়ের হার ৪৭.৩৬ %
৮. শ্রীলংকা (১৯ ম্যাচে ৮ জয়), জয়ের হার ৪৪.৪৪ %
৯. ইংল্যান্ড (১৭ ম্যাচে ৭ জয়), জয়ের হার ৪৩.৭৫ %
১০. ওয়েস্ট ইন্ডিজ (১২ ম্যাচে ৪ জয়), জয়ের হার ৩৩.৩৩ %
সুত্র: অনলাইন